what is npr in bengali - Jhawkuthi

Sidebar Ads

Ads Here

https://www.jhawkuthi.com/

Wednesday, 25 December 2019

what is npr in bengali

এনপিআর বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার কী, 

                                         জেনে নিন সমস্ত তথ্য

  • এনপিআর কী ?

এনপিআর হল দেশের নাগরিকদের একটি রেজিস্টার। যেটি স্থানীয় জেলা রাজ্য ও জাতীয় স্তরে তৈরি করা হয়। নাগরিকত্ব আইন ১৯৫৫ সাল এবং নাগরিকত্ব নিয়ম ২০০৩ সালের ধারা মেনে তা তৈরি হয়।
জাতীয় নাগরিকপঞ্জী বা এনআরসি, সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সারা দেশে বিক্ষোভ ও উত্তেজনা তৈরি হয়েছিল। এবার সামনে এসেছে এনপিআর নামে আর একটি বিষয়। এনপিআর বা ন্যাশনাল পপুলেশ রেজিস্টার নিয়ে এখন মানুষের মনে নানা সংশয় ও উদ্বেগ তৈরি হয়েছে। এই নিয়ে সমস্ত সংশয় দূর করতে উদ্যোগী কেন্দ্র। দেশের কোনও নাগরিককে এদেশ থেকে বের করা হবে না বলে আগেই জানানো হয়েছে। এনপিআর এর প্রক্রিয়া বহুদিন ধরে চলে আসছে। আগের সরকারের মতোই এই সরকারও এই প্রক্রিয়া চালাচ্ছে। এমনটাই জানানো হয়েছে। তা সত্ত্বেও সংশয় রয়েছে 
একনজরে দেখে নেওয়া যাক এনপিআর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
দেশের নাগরিক কারা 
এনপিআর বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার মোতাবেক সব ভারতবাসীকেই এতে নাম নথিভুক্ত করতে হবে। একজন সাধারণ নাগরিক কোনও একটি জায়গায় ছয় মাস ধরে বসবাস করলে অথবা কেউ কোনও একটি জায়গায় আগামী ছয় মাসের জন্য বসবাস করলে তাদেরকে অবশ্যই নাম নথিভুক্ত করতে হবে।
কেন এই এনপিআর করা হয় এর উদ্দেশ্য কী 
ভারতে বসবাসকারী নাগরিকদের যাতে সঠিক সংখ্যা যাচাই করা যায়, তার জন্য একটি ডেটাবেস তৈরি করতে হয়। সেই ডেটাবেসে বায়োমেট্রিক ও অন্যান্য নানা তথ্য থাকে। আধার, মোবাইল নম্বর, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট নম্বর সেখানে চাওয়া হয়। তবে এর মধ্যে আধার কার্ডের নম্বর কেউ দিতেও পারেন, কেউ চাইলে নাও দিতে পারেন।

কোন কোন তথ্য প্রয়োজন হবে এই এনপিআরে 
ব্যক্তির নাম
 পরিবারের অভিভাবকের সঙ্গে তাঁর সম্পর্ক 
বাবার নাম 
মায়ের নাম
 বিবাহিত হলে স্ত্রী অথবা স্বামীর নাম 
লিঙ্গ
 জন্মের সাল তারিখ
 বিয়ের তারিখ
 ও অবস্থা বর্তমান ঠিকানা
 বর্তমান ঠিকানায় থাকার মেয়াদ
 স্থায়ী ঠিকানা
 পেশা
 শিক্ষাগত যোগ্যতা

কবে এনপিআর আপডেট করা হবে 
২০২১ সালের জনগণনার আগে ২০২০ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই এনপিআর ডাটা আপডেট করা হবে অসম ছাড়া সবকটি রাজ্যের জন্য। তবে পশ্চিমবঙ্গ ও কেরলের সরকার এই তথ্য আপডেট করবে না বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। এনপিআর, নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি কোনওটাই এই দুই রাজ্যে বলবৎ হবে না বলে সে রাজ্যের মুখ্যমন্ত্রীরা হুঁশিয়ারি দিয়েছেন।


এনপিআর ও এনআরসির মধ্যে পার্থক্য কোথায় 
এনআরসি-তে শুধুমাত্র ভারতীয় নাগরিকদের তথ্য থাকবে। তবে এনপিআরে ভারতে বসবাসকারী বিদেশিদের তথ্য রাখা হচ্ছে। যারা ছমাস অথবা তার অধিক সময় ধরে এদেশে বসবাস করছেন।

You can Subscribe my You Tube Channel

https://www.youtube.com/channel/UCvz9HXsCeylw6LcZrungm7A?view_as=subscriber

No comments:

Post a Comment